1. mostafa0192@gmail.com : admin :
আদর্শ সংগীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় ফাহমিদা রত্না - আলোকিত খবর
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ মার্চ ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতির পিতার জন্মবার্ষিকীতে কেক কাটলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদ মাহমুদাবাদ রাজিউদ্দিন রাজু উচ্চ বিদ্যালয় ও কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন চরাঞ্চলে শিশু শিক্ষা নিয়ে কাজ করছে অধিকার প্রকল্প বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভৈরবে যুবলীগের উদ্যোগে খলিলুর রহমান লিমনের ১ম মৃত্যু বার্ষিক পালিত বেলাব উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে চলছে নরসিংদীর দুই ইউপিতে নৌকার পরাজয় নরসিংদীতে অস্ত্র সহ গ্রেপ্তার ৫ রায়পুরায় ইউনূছ আলী বিদ্যানিকেতনের নতুন ভবন উদ্ধোধন পলাশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় কাউন্সিলরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আদর্শ সংগীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় ফাহমিদা রত্না

  • প্রকাশকাল : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৫৭ সময়

বিনোদন ডেস্ক:

ফাহমিদা রত্না। তিনি এ প্রজন্মের একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী। বর্তমানে বিভিন্ন টেলিভিশন এবং মঞ্চে সংগীত পরিবেশন করে যাচ্ছেন। এছাড়া মৌলিক গান নিয়েও কাজ করছেন প্রতিভাবান এই গুণী শিল্পী। মাত্র ১১ বছর বয়সেই ওস্তাদ শেখ জিন্নাত আলী (ঝিনু)’র কাছে সঙ্গীতের হাতেখড়ি।

২০০৬ সালে বাফেসাপ আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় জাতীয়ভাবে চ্যাম্পিয়ন লাভ করেন। এরপর লোকসঙ্গীতে তালিম নেন ওস্তাদ ইন্দ্রমোহন রাজবংশীর হাতে। ২০০৯ সালে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) থেকে চার বছরের লোকসংগীত কোর্স সম্পন্ন করে বাংলাদেশ টেলিভিশনে লোকসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও লোকসংগীত বিভাগে তালিকাভুক্ত হন।

ফাহমিদা রত্না জানান, আসছে ইংরেজি নতুন বছর উপলক্ষে বিশেষ চমক হিসেবে ৩টি মৌলিক গান প্রকাশ করবেন তিনি। পলিন কাওসার’র কথা ও সুরে ‘বর্ষাবাড়ী’, ‘জলের খাতা’ এবং জহিরুল ইসলাম জনি’র কথা ও সুরে ‘হৃদয়ে জড়ালাম’। গানগুলো ‘ছবি ঘর’ ও ‘সাউন্ডটেক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে ফাহমিদা রত্না বলেন, মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ এ গান করেছি, বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গান করি। এছাড়াও স্টেজ শো ও বেশ কিছু মৌলিক গান ভিডিওসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। আশা করি গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগবে। ভাইরাল শিল্পী নয় সারাজীবন দর্শকদের মনে আমার জায়গা থাকবে এমন একজন সংগীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরো নিউজ...