স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলার প্রতিটি মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। শাসক নয়, আমি জনগণের সেবক হতে চাই। সেবার মানসিকতা নিয়েই এখানে এসেছি।
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মুছাপুর ইউপি কমপ্লেক্সে আয়োজিত এক মত বিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান শিক্ষাবিদ লায়লা কানিজ লাকী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনের সময় পেয়েছি মাত্র এক বছর। এই অল্প সময়েই আমি সরকারী যত বরাদ্ধ পেয়েছি সবগুলোই ইউপি চেয়ারম্যানদের মাঝে সম বন্টন করেছি। যা বিগত দিনে কখনো হয়নি। অনেকগুলো নতুন রাস্তার আইডি খুলার ব্যবস্থা করেছি। আমাকে আবারও আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে সাবেক সফল মন্ত্রী, সাতবারের এমপি আমাদের অভিভাবক রাজিউদ্দিন আহমেদ রাজু ভাইয়ের হাত ধরে যেসব রাস্তার নতুন আইডি পড়েছে সেগুলো সমাপ্ত করার চেষ্ঠা করবো এবং সরকারী সকল বরাদ্ধ জনপ্রতিনিধিদের মাঝে সমবন্টন করবো ইনশাআল্লাহ।
এর আগে তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, এলাকায় এলাকায় জনসংযোগ করেন।
মত বিনিময় সভায় মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভুইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন মোল্লাসহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন।