আসছে রুমি খানের নতুন গান, ‘কষ্টে আমার ভাইঙা যায়রে বুক’
মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুমি খান শীঘ্রই নিয়ে আসছেন তাঁর নতুন একক গান। গানটির শিরোনাম ‘কষ্টে আমার ভাইঙা যায়রে বুক’। গানটি সোমবার ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে।
গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাব্বানী। সঙ্গীতায়োজনে রয়েছেন হাফিজ বাউলা। গায়ক রুমি খানের কণ্ঠের সঙ্গে এই দুই গুণী শিল্পীর কাজ ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে তৈরি করেছে আলাদা উত্তেজনা।
গানটি প্রকাশিত হবে ‘Folk Bangla Entertainment’ নামের একটি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটির মাধ্যমে ইতিপূর্বে বেশ কয়েকটি জনপ্রিয় গান প্রকাশিত হয়েছে।
গানের শিরোনামই বলে দিচ্ছে, এটি হবে হৃদয়ছোঁয়া কোনো গান। রুমি খানের নিজস্ব কণ্ঠের আবেদন ও সুরকার আহমেদ রাব্বানীর মর্মস্পর্শী সুর মিলিয়ে গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আশা করা যাচ্ছে।
রুমি খান জোনাকী টেলিভিশন-কে বলেন, ‘কষ্টে আমার ভাইঙা যায়রে বুক’। এই গানটির পেছনে রয়েছেন সুরকার আহমেদ রাব্বানী ভাই এবং সঙ্গীতায়োজনে রয়েছেন হাফিজ বাউলা ভাই। তাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রতিভা না থাকলে এই গানটি এই রূপ পেত না। গানটির প্রতিটি শব্দ, প্রতিটি সুর দিয়েই আমি আপনাদের হৃদয়ে পৌঁছাতে চেয়েছি। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা আমি সর্বদাই পেয়ে এসেছি। এবারও আমি চাই, আপনারা এই গানটিকে আপনাদের মতো করে গ্রহণ করুন, আপনার হৃদয়ে ঠাই দিন। গানটি শুনবেন, আপনার মতামত আমাকে জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এটি আমার জন্য অনেক বড় প্রেরণা হয়ে দাঁড়াবে।
সোমবার গানটি ইউটিউবে মুক্তির সঙ্গে সঙ্গেই এটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে বিনোদন জগতের অনেকেই মনে করছেন। রুমি খানের ভক্তরা ইতিমধ্যেই গানটি শোনার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।






