বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

এরশাদ ছিলেন উন্নয়নের প্রতীক -এড. শাহিদা রহমান রিংকু

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার:

সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন উন্নয়নের প্রতীক। তার সরকারের সময় এইদেশে উন্নয়নের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল তার বিএনপি সরকার ধংস করতে চাইলেও পারেনি। কালের পরিক্রমায় আজ সেই উন্নয়ন অব্যহত রয়েছে এমনটাই তার বক্তব্যে বলছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট শাহিদা রহমান রিংকু।

কর্মী সমাবেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণায়ের সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, শান্তি ও সমৃদ্ধির প্রতীক লাঙ্গল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ উন্নয়নের প্রতীক। তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রেসিডেন্ট এরশাদ দেশের মানুষকে ভালোবাসতেন এবং মহিলাদের উন্নয়নে কাজ করে গেছেন। তিনি নির্যাতিত মহিলাদের পাশে সবসময় দাঁড়াতেন। তিনি অ্যাসিড ও যৌতুকের বিরুদ্ধে আইন করে গেছেন।
মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় মহিলা পার্টির বিশাল কর্মী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, এরশাদ ছিলেন উন্নয়নের প্রতীক। তিনি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সারা দেশের রাস্তঘাট নির্মাণ করেছেন। এক সময় ঢাকাবাসী বর্ষাকালে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতেন। তিনি ঢাকার চারিদিকে বেড়িবাঁধ নির্মাণ করে জনগণের কষ্ট লাঘব করেছেন। আমাদের প্রিয় বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ জাতীয় পার্টিকে সংগঠিত করে অনেকদূর এগিয়ে নিয়েছেন। বেগম রওশন এরশাদ ও বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করতে জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীদের আহবান জানান তিনি।

জেলা মহিলা পার্টির সভাপতি সাদিয়া ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশের উদ্বোধন করেন জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।

প্রধান বক্তা ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস মোস্তফা, কেন্দ্রীয় মহিলা পার্টির সদস্য শান্তা ইসলাম, সামছুন্নাহার স্বপ্না খান, বাড্ডা শাখার সভাপতি আছমা আক্তার রুমী, নাজমা আক্তার কলি, জাতীয় পার্টি জেলা কমিটির সদস্য সচিব ইশরাত শারমীন, যুগ্ম আহবায়ক রেখা রানী সাহা প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম ও জাতীয় পার্টির নেতা ইদ্রিছ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল