সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ, বই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান কৃষকদের স্বপ্ন পূরণে আধুনিক কৃষি বিপণন ব্যবস্থার প্রতিশ্রুতি আশরাফের নরসিংদীর চরাঞ্চলে মাইকে ঘোষণা দিয়ে ফের দুইপক্ষের টেঁটাযুদ্ধ, আহত ১৫ জীবনের রক্তের বিনিময়ে হলেও রায়পুরার উন্নয়নের জন্য কাজ করে যাবো: আশরাফ রায়পুরায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ নরসিংদীতে জেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত সত্য প্রকাশের মূল্য পেলেন শফিকুল, পাশে দাঁড়াল ফ্রান্সের আরএসএফ মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় রায়পুরার চরাঞ্চলে ইউএনও’র মাঠ পরিদর্শন নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল

কন্যা নিয়ে সিনেমা হলে আসছেন ইরা শিকদার

Reporter Name / ১৩১ Time View
Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

হৃদয় খান, বিনোদন প্রতিবেদক:

সময়ের আলোচিত মডেল ও চিত্রনায়িকা ইরা শিকদার আবারও বড় পর্দায় ফিরছেন। আগামী ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘কন্যা’। ছবিটি পরিচালনা করেছেন রফিকুল ইসলাম খান। এতে প্রধান চরিত্রে ‘রেখা’ নামের এক সংগ্রামী নারীর ভূমিকায় অভিনয় করেছেন ইরা শিকদার।

ছবিটি মুক্তির আগে ‘কন্যা’ নিয়ে কথা বলেন এই গ্ল্যামারগার্ল। নিজের চরিত্র সম্পর্কে জানতে চাইলে আলোকিত খবর-কে ইরা বলেন, “ছবিতে আমার চরিত্রের নাম রেখা। দরিদ্র পরিবারের সন্তান রেখা ছোটবেলা থেকেই জীবনের সঙ্গে লড়াই করে এসেছে। বাবার মৃত্যুর পর ছোট ভাই-বোনদের মানুষ করতে মাটি কাটার কাজ থেকে শুরু করে ক্লিনিকের ক্লিনারের কাজও করেছে সে। ভাইবোনের পড়াশোনা আর মায়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের জীবন উৎসর্গ করেছে রেখা। গল্পের এক পর্যায়ে জীবনের মোড় নেয় এক ভিন্ন দিকে- এখানেই গল্পের মূল নাটকীয়তা।”

ইরা আরও বলেন, “আমি ‘কন্যা’ ছবির কন্যা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পরিচালক রফিকুল ইসলাম খান আমার প্রতি যে আস্থা রেখেছেন, তা রক্ষায় আমি শতভাগ চেষ্টা করেছি। দর্শকরা যখন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন, তখন বুঝতে পারবেন, সত্যিকারের ‘রেখা’ হয়ে ওঠার জন্য কতটা পরিশ্রম করেছি আমি। আশা করছি ‘কন্যা’ দর্শকের মন জয় করবে, তবেই আমার পরিশ্রম সার্থক হবে।”

ইরা শিকদারের এটি ছয় নম্বর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। তার অভিনীত আগের ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘পুড়ে যায় মন’ (অপূর্ব রানা), ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’ এবং ‘ময়নার শেষ কথা’। সম্প্রতি সেন্সর পেয়েছে তার অভিনীত এম কে জামান পরিচালিত ‘অন্তরে আছো তুমি’। সেন্সরে জমা দেওয়ার অপেক্ষায় আছে আনোয়ার শিকদার পরিচালিত ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’।
এছাড়া বর্তমানে তিনি কাজ করছেন সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেনা পাওনা’ এবং ‘বন্ধু তুই আমার’ চলচ্চিত্রে, যা পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। চলচ্চিত্রের পাশাপাশি ইরা অভিনয় করেছেন অর্ধশতাধিক নাটকে এবং মডেল হয়েছেন তিনটি বিজ্ঞাপনচিত্র ও প্রায় ২০টি মিউজিক ভিডিওতে।

‘কন্যা’ ছবিতে ইরার বিপরীতে নায়ক হিসেবে আছেন নবাগত হারুন শেখ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারুফ আকিব, অভি, আরিয়ান, এলিন, কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, নাজনীন হিরা, রাশেদ মোর্শেদ, সোহানা নদী, বাবুল আহমেদ ও মিথিলা মৌ।

ছবিটির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সুমন শেখ। গান গেয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার ও মিতালী মল্লিক।

ছবির সব গান রফিকুল ইসলাম খান নিজেই লিখেছেন ও সুর করেছেন, আর সঙ্গীত পরিচালনা করেছেন আলমগীর হোসেন।
‘কন্যা’ মুক্তির অপেক্ষায় এখন ইরা শিকদার ও তার ভক্তরা। সবাই আশা করছেন, এই ছবিটি তার অভিনয়জীবনের নতুন মাইলফলক হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর