শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে “বিএমজিটিএ” এর কুমিল্লায় আনন্দ ভ্রমণ

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) নোয়াখালী চাটখিল শাখার আয়োজনে কুমিল্লায় দিনব্যাপী শীতকালীন আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদকসহ চাটখিল উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন মাদরাসায় কর্মরত শিক্ষকরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে কুমিল্লা সেনানিবাসে রূপ সাগর, ময়নামতি ওয়ার সিমেট্রি, রাজেশপুর ইকো পার্ক, ফান টাউন ও ধর্মসাগর পাড়সহ বেশ কিছু পর্যটন স্থল ঘুরে বিনোদনের নানা রঙে মন রাঙিয়ে তোলেন সবাই।

বর্ণাঢ্য এ আয়োজনে অতিথি হিসেবে যুক্ত ছিলেন চাটখিলের সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, বিএমজিটিএ জেলা সাধারণ সম্পাদক রাফি উদ্দিন শামীম ও লাঙ্গলকোট উপজেলা সহ-সভাপতি আহসান হাবীব।
এছাড়া যুক্ত ছিলেন চাটখিল শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এবিএম নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম ও আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আবু জাফর, দপ্তর সম্পাদক মনির হোসেন, সাহিত্য সম্পাদক আনোয়ার হোসেন ও ইফতেখার উদ্দিন ফারুক, শাহাদাত হোসেন, জসিম উদ্দিন, সফিকুর রহমান, বিপ্লব, সাইফুলসহ অন্যান্যরা।

বিকালে সকলের অংশগ্রহণে ময়নামতি ওয়ার সিমেট্রি প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য, আবৃত্তি, সংগীত পরিবেশনা ও কৌতুক উপস্থাপনের মাধ্যমে এক উৎসবমুখর ও স্মরণীয় আবহ সৃষ্টি হয়।

এসময় সভাপতি সকলের অংশগ্রহণে নান্দনিক একটি সফর উপহার দেয়ার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এরকম আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল