মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বাড়তে শুরু করেছে সব নদ-নদীর পানি

Reporter Name / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বেশ কয়েকদিন যাবত নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়ায় ইতোমধ্যেই সিলেট থেকে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের মেঘনা, ধনু ও ঘোড়াউত্রা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় এর প্রভাব পড়েছে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অঞ্চলগুলোতেও।

জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নদীগুলোতে ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে পানি। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সূত্রে জানা যায়, জেলার ইটনা বাজার স্টেশন এলাকার ধনু-বৌলাই নদীতে গত ২৪ ঘন্টায় পানির মাত্রা বেড়েছে ১১ সে.মি। যা বিপৎসীমার ১১০ সে.মি নিচে অবস্থান করছে। ভৈরব বাজার এলাকার মেঘনায় গত ২৪ ঘন্টায় পানির মাত্রা বেড়েছে ৪.১৯ সে.মি।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মতিউর রহমান বলেন, উজান থেকে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যেই হাওর উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, করিমগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি হতে থাকলে কিশোরগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দেবে। হাওর এলাকায় কোনো ফসল না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category