মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিসহ টিকা প্রদান

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী):

পিপি আর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সারাদেশে নেয় উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে ৯টি ইউনিয়নে বিনামূল্যে শুরু হয়েছে পিপি আর রোগের টিকা প্রদানের কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় (৫অক্টোবর-২০২৩) বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাগুড়া ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ভেক্সিনেটররা গিয়ে ছাগল ও ভেড়ার মধ্যে বিনামুল্যে এ টিকা প্রদান করেন।

এসময় পরিদর্শন করেন জেলা প্রাণি সম্পদ অফিসার ডা: মো: সিরাজুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা লাইফষ্টক অফিসার ডা: মো: নুরুল আজিজ,ভেটেরিনারী সার্জন্ট নাহিদ সুলতানসহ আরো অনেকে।

এর আগে কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। গত ১ অক্টোবর বাহাগিলি, ২ অক্টোবর পুটিমারী, ৩ অক্টোবর নিতাই ও ৪ অক্টোবর চাঁদখানা ইউনিয়নে ছাগল ও ভেড়ার মধ্যে পিপি আর রোগের টিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নে এ কার্যক্রম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category