সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে মাগুড়া মুন্সি পাড়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দেওয়ার প্রতিবাদসহ পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকাবাসী ।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা মাঠে এই মানববন্ধন করেন।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, সেই সময়ের সভাপতি শামসুল ইসলাম ও সুপার রফিকুল ইসলাম অবৈধভাবে মোটা অংকের টাকার বিনিময়ে মাদ্রাসার কয়েকটি ৪র্থ শ্রেণির পদে নিয়োগ দিয়েছেন। আমরা এই অবৈধ নিয়োগের প্রতিবাদে সুপারের পদত্যাগসহ সুপারের অভ্যন্তরীন দুর্নীতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিচারের দাবি জানান।
আন্দোলন কারীর সমন্বয়ক বাদশা মিয়া বলেন, এই দাখিল মাদ্রাসাটি অতীতে অনেক ভালোই চলছিল। কিন্তু সভাপতি সামছুল ও সুপার রফিকুল ইসলাম দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তুলেছেন। এজন্য আমরা সবাই তার পদত্যাগের জোর দাবী জানাচ্ছি। অপর একজন সমন্বয়ক লজেন্স বলেন সভাপতি ও সুপারের অন্যায় দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে উঠায় চরম শিখরে পৌছে গিয়েছে যেটা স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ আমরা অবগত হয়েছি । এজন্য সুপার রফিকুল ইসলামের দ্রুত পদত্যাগ চাই। তা না হলে আমাদের এ কার্যক্রম চলবে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নিব।