মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর কিশোরগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও ভৈরবের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী মোহাম্মদ রুবেল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার দুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা’র হাতে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এসময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি খন্দকার দীন ইসলাম পীর সাহেবসহ দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এর আগে তিনি গত ২১ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর ঢাকাস্থ দলীয় কার্যালয় থেকে দলের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন এর নিকট থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সাংগঠনিক সচিব এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল।