কুমিল্লার মনোহরগঞ্জে মানব কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে প্রবাস থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা মোঃ আবুল কাশেম ১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
নব-গঠিত কমিটিতে দেওয়ান রনিকে সভাপতি ও মওদুদ আহমেদ জিহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর রুবেল, সাংগঠনিক সম্পাদক নোমান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুল আরেফিন, সমাজকল্যাণ সম্পাদক সৌরভ খান, আইন বিষয়ক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাহি, ধর্ম বিষয়ক সম্পাদক কাউসার আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আহসান হাবীব, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক অনিক চক্রবর্তী ও প্রবাসী বিষয়ক সম্পাদক ইকবাল আজাদ।
উল্লেখ্য, মানব সেবায় নিয়োজিত সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে সংগঠনটি আত্মপ্রকাশ করে ২০২০ সালের ৯ নভেম্বর। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সমাজের অসহায় মানুষদের জন্য ঘর এবং আসবাবপত্র, অসচ্ছল অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, বিভিন্ন মাদ্রাসায় নগদ অর্থ প্রদান, করোনাকালীন সেচ্চাসেবীদের পিপিএ মাক্স বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন।