আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে টানা চারবারসহ পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। ১৯৯৬ সালেও তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট।
এ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী মো. গোলাম মোস্তফা কামাল পেয়েছেন ৬ হাজার ১৫৯ ভোট।
কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী মো. জমির উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১৪৬ ভোট।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ২ হাজার ৮২৭ ভোট।
সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মশাল প্রতীকের প্রার্থী মনিরুল আনোয়ার পেয়েছেন ১ হাজার ৫৭৫ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী মো. হাসান মিয়া পেয়েছেন ৬৩০ ভোট।
কুমিল্লা-৯ এ আসনে দুইটি উপজেলার ১ টি পৌরসভা ও ১৯ টি ইউনিয়নে ১২৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৩ হাজার ৫৭৮ জন। নির্বাচনে ১২৬ টি ভোট কেন্দ্রে ২ লাখ ৬২ হাজার ৪৬৫ টি ভোট পড়েছে। এর মধ্যে ২ লাখ ৫৬ হাজার ৫৪৩ টি বৈধ এবং ৫ হাজার ৯২২ টি ভোট বাতিল করা করা হয়েছে।