মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়াচরে গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলালপুর-খিদিরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলালপুর-খিদিরপুর সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক কুলিয়ারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ কয়েল) ভৈরব এর চেয়ারম্যান দানবীর মো. ফজলুর রহমান।
এসময় স্বাগতিক বক্তব্য রাখেন, আলালপুর-খিদিরপুর সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. হেদায়েত উল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আলিম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, অনুষ্ঠানের পৃষ্টপোষক আর.পি.জে.এস. কনন্সট্রাকশন এন্ড ডেভেলপার লি. ঢাকা এর সত্বাধিকারী মো. পারভেজ খান, দ্যা ডক্টরস হসপিটালের প্রতিষ্টাতা রাফিউল ইসলাম ভূঁইয়া (বাদল), নরসিংদী শিবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল মিয়া, ভৈরব পৌরসভার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভূঁইয়া (সুমন), বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ওবায়েদুল করিম, বীরমুক্তিযোদ্ধা লায়ন মো. আলী আকবর খাঁন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মুছা, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, উপজেলা আওয়ামী লীগের সদস্য রেফায়েত উল্লাহ, সদস্য তোফাজ্জল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. সাইদুর রহমান খাঁন (সবুজ), ফরিদপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. বিল্লাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল আলম ও আওয়ামী লীগ নেতা মো. ওমর ফারুক ভূঁইয়া।
সংবর্ধিতরা হলেন, ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. আলিম উদ্দিন, আল-মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মো. ফারুক, ঢাকা সলিমোল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতা অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার গোলাম রাব্বানী, ফরিদপুর- আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমান ভূঁইয়া, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম নাজমুল হুদা, কিশোরগঞ্জ জেলায় ২০১১ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নাহিদ সুলতানা, রত্নগর্ভা মা কোহিনূর আক্তার ও রত্নগর্ভা মা রাহেলা আক্তার আকন্দ সহ মরণোত্তর ৭জন বীরমুক্তিযোদ্ধা, জীবিত ৫ জন বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার ৬ জন মোট ২৯ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয় এবং ৪৩ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিকল্পনা করেন কিশোরগঞ্জ জজ কোর্টের এডভোকেট মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠান পরিচালনা করেন, ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হুমায়ুন কবির সহ রুবেল আহামেদ ও মো. আমির খাঁন।