Headline :
আসছে স্বাধীন বাবুর কথা ও সুরে সালমার “মনের নাগর” দেশ পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতিতে কটিয়াদীর ম্যাজিশিয়ান ইকবাল পাশা কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষা হলে পরীক্ষার্থীকে বহিরাগতদের মারধোর; পরীক্ষা স্থগিত ভেড়ামারা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প লাবণ্য মিডিয়া হাউজের ‍উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো উদ্যোক্তা মিলন মেলা ২০২৪ বাজিতপুরে পিতাকে হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৪ ময়মনসিংহে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কর্তৃক আয়োজিত বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে অরবিট ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান শিবপুরের ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে সিএনজির চালকসহ নিহত ৬ লাকসাম প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও দোয়া
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষা হলে পরীক্ষার্থীকে বহিরাগতদের মারধোর; পরীক্ষা স্থগিত

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষা হলের ভিতর প্রবেশ করে সিয়াম (১৭) নামে এক পরীক্ষার্থীকে মারধোর করেছে বহিরাগর শিক্ষার্থীরা। এ ঘটনায় পরীক্ষা স্থগিত করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৭অক্টোবর) দুপুর ১টার দিকে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে রক্তাক্ত আহত পরীক্ষার্থী সিয়ামকে পরীক্ষা হল থেকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। সিয়াম পৌর এলাকার গাইলকাটা গ্রামের মো. পারভেজ মিয়ার ছেলে।

কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার দাস ও পিয়ন হোসনা বেগম জানান, দুপুর ১টার দিকে সিয়াম পরীক্ষা দিতে বিদ্যালয়ের ভিতর প্রবেশ করে। এসময় ৩-৪ জন বহিরাগত কলেজ পড়ুয়া শিক্ষার্থী সিয়ামকে এলোপাতারী মারধোর করে রক্তাক্ত জখম করে চলে যায়। রক্তাক্ত আহত অবস্থায় সিয়াম পরীক্ষা দিতে হলের ভিতর প্রবেশ করে। এর পর আরো ৮-১০ জন বহিরাগত যুবক পরীক্ষা হলের ভিতর প্রবেশ করে আবার সিয়ামসহ কয়েকজনকে মারধোর করে। বহিরাগতদের দৌড়া দৌড়ি দেখে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক। পরে খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সহকারী প্রধান শিক্ষক আরো বলেন,গাইলকাটা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে লামিম সকলের সামনে বলেন, সিয়াম স্কুলের ভিতর প্রবেশ করার সময় তাকে না কি লাথি মেরেছে, তাই সিয়ামকে মারধোর করেছে। এঘটনার পর বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত থাকায় পরীক্ষা স্থগিত করা হয়।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট জানানোর জন্য রিং দিলে তিনি জানান কিশোরগঞ্জে একটি মিটিং-এ আছেন, পরে কথা বলবেন। পরে বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান সাহেবকে অবগত করি এবং নির্বাচনী পরীক্ষা স্থগিত করে দেই। বিষয়টি উভয়পক্ষকে ডেকে আনলে আগামীকাল (সোমবার) বসে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত গ্রহন করে।

এ ব্যাপারে বিকাল ৪টার দিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন আমি মিটিং-এ আছি। পরে কথা বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category