মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ);
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর মহল্লায় মরহুম মায়ের নামকরন করে “সাজেদা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানা”র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমেরিকা প্রবাসী প্রকৌশলী ফজলুল হক ও তার স্ত্রী ডাক্তার ছায়েরা হক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াছির মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাস্টার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. মুকছেদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ঠিকাদার মো. এমরান মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. গোলাম কিবরিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ওমর ফরুক অমৃত ও যুবলীগ নেতা ওয়াশিম সহ বড়খারচর গ্রামের রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।