খালিদ হাসান রিংকু, কুষ্টিয়া:
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২০ই জুন) ইন্সপেক্টর মাহবুবা জেসমিন রুমার নেতৃত্বে দৌলতপুর থানাধীন ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবাসহ আব্দুল খালেক (৫৬), পিতা মৃত খেদ আলী মন্ডল, সাং শান্তিনগর ৯ নং ওয়ার্ড, দৌলতপুর থানা, কুষ্টিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আব্দুল খালেক এলাকায় একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মাহবুবা জেসমিন রুমা, এসআই সানোয়ার হোসেন, সিপাহী ইমরান হোসেন আলী, সিপাহী মামুন, নূর আলী ও মেহেদী অংশগ্রহণ করেন। পরবর্তীতে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত)-এর ৩৬(১) সারণির ৮(খ)ও ১০(ক) ধারায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া এসআই সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং ১৭২/২৩, তারিখ ২০/০৬/২০২৩ ইং।