রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আগামী ১৮ নভেম্বর কৃষক সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা পৌরসভার ৯নং ওর্য়াডের তুলাতলী বাজারে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪নভেম্বর) আগামী ১৮ নভেম্বর কৃষক সমাবেশ সফল করার লক্ষে-প্রস্তুতি সভা রায়পুরা উপজেলা কৃষক দলের সভাপতি মেজবাহ উদ্দিন আবু নূর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক নরসিংদী জেলা কৃষক দল মাজহারুল হক টিটু।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম আপেল।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স।
রায়পুরা উপজেলা কৃষকদলের সদস্য সচিব আহসান উল্লাহ খান ও জেলা কৃষকদলের সদস্য কাজী কফিল উদ্দিন এর সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক কৃষিবিদ শরীফ হোসেন খান, এস. এম শাহান শাহ, মাইনুল ইসলাম সরকার, সাবেক যুবদল আহবায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, পৌরসভা কৃষকদল সভাপতি মো. মাজেদুল, কৃষক দল নেতা শহিদুল ইসলাম শহীদ, মাসুদ মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা।
এ সময় নেতা-কর্মীগণ আগামী ১৮ নভেম্বরের কৃষক সমাবেশকে সফল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যসহ সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি ও সমাবেশকে যেকোনো ভাবে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply