Headline :
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মতবিনিময় ও পরামর্শ সভা নবীনগরে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন রায়পুরায় বর্ণাঢ‍্য আয়োজনে মোহনা টেলিভিশনের ‌প্রতিষ্ঠা বার্ষিকী পালন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে আশুগঞ্জ রাইজার্স চ্যাম্পিয়ন ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রত্যেকটি বাহিনীকে তার পারিবারিক বাহিনীহিতে পরিনিত করেছিলো: আশরাফ আসছে স্বাধীন বাবুর কথা ও সুরে সালমার “মনের নাগর” দেশ পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতিতে কটিয়াদীর ম্যাজিশিয়ান ইকবাল পাশা কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষা হলে পরীক্ষার্থীকে বহিরাগতদের মারধোর; পরীক্ষা স্থগিত ভেড়ামারা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প লাবণ্য মিডিয়া হাউজের ‍উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো উদ্যোক্তা মিলন মেলা ২০২৪
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

গাজীপুরে ২৬ বছর পর মায়ের কোলে ফিরে এলো আশরাফ

Reporter Name / ১২১ Time View
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ২৬ বছর পর মায়ের কোলে ফিরে এলো আশরাফুজ্জামান (৫০)। তার ফিরে আসার খবরে স্বজনদের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। দীর্ঘ সময় পর একমাত্র ছেলেকে ফিরে পেয়ে পাগল প্রায় মা আনোয়ারা।

২৬ বছর পর গত শুক্রবার (২১ জুলাই) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলীনগর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ফিরে আসা আশরাফুজ্জামান উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের মৃত আব্দুল কাদির আকন্দের ছেলে। তার আরো চার ভাই-বোন রয়েছে। তিনি ১৯৯৭ সালে ডিগ্রি পরীক্ষা অংশ নিয়ে নিখোঁজ হন।

আনোয়ারা বেগম জানান, আমার ছেলে গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজে পড়াশোনা করতো। সে খুবই মেধাবী ছাত্র ছিলো। ১৯৯৭ সালে সে ডিগ্রি পরিক্ষায় অংশ নেয়। যতদূর মনে পড়ে একটি পরীক্ষা বাকি থাকতে আমার ছেলে নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয় স্বজন, প্রতিবেশীসহ সকল জায়গায় খোঁজাখুজি করে ছেলের সন্ধান করতে পারিনি। ছেলেকে আর ফিরে পাবো না ভেবে একেবারে হাল ছেড়ে দিয়েছি। গত এক সপ্তাহ পূর্বে আমার প্রতিবেশীর বাড়িতে বরিশাল থেকে বেড়াতে আসেন এক ব্যক্তি। ঘরে ছেলের ছবি দেখে ওই ব্যক্তি জানতে চায় ছবিটি কার। আনোয়ারা বেগম বলেন এটি আমার নিখোঁজ ছেলের ছবি। ছবির সূত্র ধরে স্বজনরা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলীনগর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

আনোয়ারা বেগম আরো জানান, আলীনগর গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, আসাদ ওই গ্রামের মসজিদ, স্কুলে থাকতো। মানুষের বাড়ি থেকে চেয়ে খাবার খেতো। আসাদ তার ঠিকানা বলতে পারতো না। ২৬ বছর পর ছেলেকে পেয়ে আনন্দে আত্মহারা আনোয়ারা বলেন, ছেলে আমাকে প্রথমটায় চিনতে পারতোনা। একটু একটু চিনতে পারছে। আসাদের ভাগিনা সাব্বির জানান, মামা বাড়িতে আসার খবরে আশপাশের লোকজন দলবেঁধে মামাকে দেখতে আসছে। মামা মোটামুটি কথা বলতে পারছে। খাওয়া ধাওয়া রীতিমতো করছেন। অনেককে চিনতে পারছে।

রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কাদির ভূঁইয়া জানান, বিষয়টি শুনার পরপরই আমি ঐ বাড়িতে গিয়ে ঐ ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। সে অল্প কথা বলে, আর নিরবে থাকতে পছন্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category