মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের এক বছরপূর্তি উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে সেলাইয়ের টাকা সহ পোষাক বিতরণ, কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেককাটা শেষে স্থানীয় বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসান আহমেদ রুবেল।
স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি সংগঠনের লক্ষ ও উদ্যেশ্য সমূহ তুলে ধরেন। এসময় তিনি বলেন, ইতোমধ্যে বিশ্বের অন্তত ২০ টি দেশে অবস্থারত প্রবাসী এ সংগঠনের সম্পৃক্ত হয়েছেন। আগামীদিনে এর পরিধি আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদী তিনি। সবাইকে নিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় জনস্বার্থে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন মোহাম্মদ হাসান আহমেদ রুবেল।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন লক্ষিপুরা রাহে জান্নাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নাজিমুদ্দিন চৌধুরী, ডৌকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, ডৌকারচর ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি ঈমান উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
Leave a Reply