বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

জাতির পিতার জন্মবার্ষিকীতে কেক কাটলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদ

Reporter Name / ২৩৫ Time View
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

১৭ মার্চ শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের নিজস্ব কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে দিনটি পালন করা হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন-মহাসচিব খোরশেদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এস এম তারেক খান, উপদেষ্টা এডভোকেট কুতুবুদ্দিন চৌধুরী, কার্যকরী সভাপতি মোঃ তাজুল ইসলাম কাজল, যুগ্ন-মহাসচিব মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লায়ন আফজাল সরদার, দফতর সম্পাদক আজিজ মিয়া, শিক্ষা সম্পাদক গোলাম রাব্বানি, শ্রম সম্পাদক মোঃ আমির হোসেন এবং অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।

সবাইকে একসাথে জন্মদিনের কেক কাটেন ও উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মদিন পালন হয়।

নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বাল্যকাল, বড় হওয়ার গল্প ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন দিক নিয়ে নিজ নিজ বক্তব্য রাখেন।

আলোচনা পর্বের শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার পরিজনের জন্য সম্মিলিত দুয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category