শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

জাতীয় নিরাপদ সড়ক দিবসে নরসিংদী জেলা প্রশাসনের ব্যতিক্রম আয়োজন

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সকল শ্রেণীপেশার মানুষকে নিয়ে ব্যতিক্রমী এক আলোচনা সভার আয়োজন করেছেন নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আলোচনা সভার পূর্বে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং শেষে বর্ণাঢ্য র্যা লি বের হয়।

শনিবার (২২অক্টোবর) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় মাঠে অসংখ্য ব্যানার-ফেস্টুন টানিয়ে এ ব্যতিক্রমী আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (বিআরটিএ) এর সভাপতি এ এস এম ইবনুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, নরসিংদী আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর, নরসিংদী জেলা পরিবহন মালিক সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, নিরাপদ সড়ক চাই নরসিংদী জেলার সভাপতি এডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া, ট্রাফিক ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন, দশম শ্রেনীর শিক্ষার্থী আফসানা আক্তার প্রমূখ।

এছাড়াও আলোচনা সভায় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন যানবাহরের মালিক, চালক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো লোকজন।

নিরাপদ সড়কের উপর বিভিন্ন কুইজ প্রযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে শিক্ষার্থী সহ উপস্থিত সবাই অংশ গ্রহন করেন। পরে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল