ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
“প্রশিক্ষিত যুব, উন্নত দশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পূনরায় পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (সমাজ বিজ্ঞান) মিরাজ ভুইয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সহকারী যুব উন্নয়ন অফিসার রেজাউল উল্লাহ, মোশারফ হোসেন, সিরাজুল ভুইয়া, বেসরকারী সংস্থা পিডিএস এর পরিচালক তাজুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে সেরা সংগঠককে সম্মাননা ক্রেস্ট, ৮জনকে সাড়ে পাচ লাখটাকার ঋণের চেক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সাটিফিকিটে প্রদান করা হয়।