ডেস্ক রিপোর্ট:
আনুষ্ঠানিকভাবে এখন বার্সেলোনার ফুটবলার রবার্ট লেভানডফস্কি। কয়েক সপ্তাহের জটিলতার পর অবশেষে তাকে চুক্তিবদ্ধ করাতে সক্ষম হলেন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা।
গতকাল যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পোলিশ স্ট্রাইকারকে সাংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
বার্সায় আসতে পেরে নিজের অনুভূতি জানিয়ে রবার্ট লেভানডফস্কি বলেন, ‘ফুটবলে জেতার মানসিকতা থাকাটা গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি, সেটা করার জন্য সেরা জায়গাতেই এসেছি। আমি গোলের জন্য ক্ষুধার্ত।’
‘আমাদের অনেক কাজ করতে হবে। তবে স্কোয়াডে অনেক গুণ এবং সম্ভাবনা রয়েছে। আমি ভালো ক্লাবেই আছি,’ যোগ করেন তিনি।
সাবেক বায়ার্ন মিউনিখ তারকা আরও বলেন, ‘এরই মধ্যে সতীর্থদের সঙ্গে বেশ কয়েকটি ট্রেনিং সেশন করেছি। পরবর্তী ম্যাচেই (শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে) আমি খেলার জন্য প্রস্তুত। আশা করছি আমি অনেক গোল
করতে পারবো এবং এটাই আমার চ্যালেঞ্জ।’
সূত্র: ইত্তেফাক