নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশনে অশ্লীল পোশাকের অজুহাতে এক তরুণীকে হেনস্তার মামলায় গ্রেফতার মার্জিয়া আক্তারকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসাইন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
নরসিংদী জিআরপি ফাঁড়ির এসআই এইচ এম হারুনুজ্জামান রুমেল জানান, বিকেলে মার্জিয়া আক্তারকে বিকালে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার দিবাগত রাতে জেলার শিবপুর উপজেলা থেকে মার্জিয়া আক্তারকে গ্রেফতার করে র্যা ব-১১। তবে শিলা, শায়লা এ রকম একাধিক নামে বিভিন্ন জায়গায় পরিচিত তিনি। মার্জিয়া পেশায় একজন ঘটক।
গত ১৮ মে (বুধবার) ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী আধুনিক পোশাক পড়ায় তার দুই বন্ধুসহ হেনস্তার শিকার হন। এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে (শুক্রবার) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশের করা মামলায় মো. ইসমাইল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।