ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী তাতীদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা সদরের কামারবাড়ীস্থ্য মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়।
মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সস্পাদক সাইফুল ইসলাম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ও রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা যুব দলের সদস্য সচিব নুর আহমেদ মানিক, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, মনির ছিলেন একজন মানবিক নেতা। দলের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। দলীয় দুস্কৃতিদের হাতে সে প্রাণ দিয়েছে। কিন্তু দু:খের বিষয় হলো তার হত্যার প্রায় ২০ বছরেও প্রকৃত খুনীদের বিচারের আওতায় আনা হয়নি। তাই মনির হত্যাকারীদের দ্রুত খুজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।
উল্লেখ্য যে, গত ২৯/০৩/২০০৫ তারিখ বারৈচা থেকে রায়পুরা আসার পথে আমতলী নামকস্থানে দুস্কৃতিকারীরা মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে হত্যা করে। উক্ত ঘটনার পর হত্যা মামলার বিচারকাজ চলমান থাকলেও পরবর্তি সময়ে থমকে যায়। আজ দীর্ঘ প্রায় ২০ বছর পর মনির হত্যা মামলার বিচারের বাদী তুলেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।