মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি:
লন্ডনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
দুপুরে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাভার উপজেলা এলজিইডির অর্থায়নে ৩৩ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যায়ে ১৬.২১৭ কিলোমিটার নির্মাণ শেষ হওয়া আটটি সড়ক উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি দেশের মানুষকে জিম্মি করে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে তাদেরকে দেশের মানুষ প্রত্যাখান করেছে বলেও বলেন তিনি।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা প্রকশেলী তরুণ কুমার বৈদ্য,ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।