নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তুলাতলী মডেল হাই স্কুলে ২৬ মার্চ মহান স্বাধিনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রধান শিক্ষক এনামুল ইসলাম খান সাইফুল এর সভাপতিত্বে এপেক্স ক্লাব অব রায়পুরা’র পক্ষ হইতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এপেক্স ক্লাব অব রায়পুরার প্রেসিডেন্ট মো. মোস্তফা খান।
সহকারী শিক্ষিকা সাদিয়া পারভীন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ, মূসা মিয়া, সাবিকুন্নাহার সম্পা, মলি বেগম, রিক্তা আক্তার।
চিত্রাংকন প্রতিযোগিতায় ৩ গ্রুপে অংশ গ্রহন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করছেন। গ্রুপ (এ) হতে জান্নাতুল ফেরদৌস, মারিয়া ও জুই, গ্রুপ (বি) হতে সুবর্না, ঐশী ও জুয়েনা এবং গ্রুপ (সি) হতে মাহিন, সাদিয়া ও মনিরা।