তুলাতলী মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা পৌরসভার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তুলাতলী মডেল হাই স্কুলে ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র ও নরসিংদী জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান শিক্ষক এনামুল ইসলাম খান সাইফুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির খান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লতিফ খন্দকার, বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ শহিদুল্লাহ, সমাজসেবক হাফিজ উদ্দিন মুন্সি এবং হাবিবুর রহমান খান।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, “সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম ও খেলাধুলার কোনো বিকল্প নেই। তোমরা আজ পড়াশোনা করছো, আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে তোমরাই। তাই নিয়মিত অধ্যয়নের পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় মনোযোগী হতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মূসা মিয়া, সাবিকুন্নাহার সম্পা, মলি বেগম, রিক্তা আক্তার, খাদিজা বেগম ও কাওসার আহমেদ।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপস্থিত সবাইকে উৎসবমুখর পরিবেশে আনন্দিত করে তোলে।







