কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে সরকার আন্তরিক ভাবেই কাজ করে যাবে। এখন সেবার মান বাড়াতে হলে সকলের সন্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একই সাথে সেবা গ্রহিতাদেরও আরো বেশি আগ্রহী হতে হবে। সেবা সম্পর্কে বেশি করে তথ্য জানতে হবে। এক্ষেত্রে সরকারি কর্মকতা এবং সেবা গ্রহিতাদের মধ্যে একটি আন্তরিকতার প্রয়োজন।
রোবরার (চব্বিশ ডিসেম্বর) সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত নওগাঁ জেলার সদর উপজেলার এডভোকেসি নেটওয়াক কমিটি সমূহের আয়োজনে ও ওয়েব ফাউন্ডেশন এর সহযোগিতায় তৃণমূল পর্যায়ে সরকারী সেবার মনোন্নয়নে গণশুনাণী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।
নওগাঁ কনভেনশন হলরুমে আয়োজিত গণশুনাণীতে সভাপতিত্ব করেন সওগাঁ সদর উপজেলার এডভোকেসি নেটওয়াক কমিটির সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে ওয়েব ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মানুওয়েলটুডু সঞ্চলনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কহিনুর বেগম।
গণশুনাণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নওগাঁ জেলা এনজিও কমিটির সভাপতি মোঃ ফজলুল হক, নওগাঁ সদর উপজেলার এডভোকেসি নেটওয়াক কমিটির সাধার সম্পাদক মোঃ আকরাম হোসেন, আত্রাই উপজেলা এডভোকেসি নেটওয়াক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন টগর, মহাদেব পুর উপজেলা এডভোকেসি নেটওয়াক কমিটির সভাপতি মোঃ লিয়াকত আলী, নওগাঁ সদর উপজেলা এডভোকিসি নেটওয়াক কমিটির সদস্য মেরি খাতুন, নওগাঁ সদর, আত্রাই রাণীনগর উপজেলার সমন্বয়কারী মিনহাজুল করিম ইমন প্রমূখ।