খালিদ হাসান রিংকু, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার দিঘলকান্দী যুব সংঘের আয়োজনে শুক্রবার দিঘলকান্দী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথী হিসেবে উপস্হিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া দৌলতপুর -১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ও সদস্য তথ্য ও গবেষণা উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মোঃ মোফাজ্জল হক।
বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন দিঘলকান্দী ক্যাম্পের এস আই মোঃ কামরুল ইসলাম, এস আই মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক খালিদ হাসান রিংকু, সহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধনী ফুটবল টুর্ণামেন্টে সোনার বাংলা ফুটবল একাদশ বনাম সেভেন স্টার ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় সোনার বাংলা ফুটবল একাদশ, সেভেন স্টার ফুটবল একাদশ কে ৩/২ গোলের ব্যবধানে পরাজিত করে। বৃষ্টি ভেজা এ ম্যাচ দেখতে বিভিন্ন অঞ্চল থেকে ফুটবল প্রেমী দর্শক ভীড় করে। উভয় দলের খেলোয়াড়গণ তাদের নিপূণ ক্রীড়াশৈলী উপহার দিয়ে দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।