মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রায় ২৪ বছর পর নিজ দল আওয়ামী লীগে ফিরলেন নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন (আবু নূর চেয়ারম্যান)।
(৩০ জুন) রবিবার বিকালে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন তিনি।
জানা যায়, আওয়ামীলীগের মাধ্যমেই রাজনীতিতে পদার্পন মেজবাহ উদ্দিন (আবু নূর চেয়ারম্যান)) এর।
২০০০ সাল পরবর্তি সময়ে স্থানীয় রাজনৈতিক ইস্যু ও স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর সাথে অভিমান করে আওয়ামীলীগ ত্যাগ করে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। তিনি তার নিজ ইউনিয়ন “পাড়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। চলতি বছরের ২৭ জুন পাড়াতলী ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের তফসিল ঘোষনার ৩ দিনের ব্যবধানে দীর্ঘ প্রায় ২৪ বছর পর হঠাৎ করে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন। তিনি বর্তমানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাড়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
মেজবাহ উদ্দিন আবু নুর চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আমি আওয়ামীলীগ পরিবারের সদস্য। ২০০০ সালে অভিমান করে বিএনপির রাজনীতিতে চলে যায়। এতদিন বিএনপির রাজনীতিতে থাকলেও মনে হয়েছিল আওয়ামীলীগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। তাই আমার এলাকায় অধিকতর উন্নয়নের স্বার্থে আজ আমার নিজ দল আওয়ামীলীগে ফিরে এলাম। প্রবীন রাজনীতিবিদ আমার নেতা একাধিকবারের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজুর দোয়া নিয়ে এবার ইউপি নির্বাচনে অংশ গ্রহন করবো এবং বাকী জীবন আওয়ামীলীগেই থাকবো।
দীর্ঘদিন পর ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুশি নেতাকর্মীরা। তার এ যোগদানের মধ্যদিয়ে আগামীদিনে চরাঞ্চলে আওয়ামীলীগের কার্যক্রম আরো শক্তিশালী করার স্বপ্ন দেখছেন নেতাকর্মীরা।
যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. ইউনূছ আলী ভূইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম শাহিন, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সভাপতি অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া মাসুদ, সাধারন সম্পাদক শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সস্পাদক একেএম মহিউদ্দিন, পৌরসভা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, রায়পুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এনামুল হক সরকারসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ, ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় পাড়াতলী ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগী করেন ফেরদৌস কামাল জুয়েল।