মো. মোস্তফা খান:
বঙ্গবন্ধু যখন যা নির্দেশ দিতেন তখন তা অক্ষরে অক্ষরে পালন করেছি। দুর্দিনে অনেক বড় বড় নেতা আওয়ামীলীগ ছেড়ে চলে গেছে। আমি আওয়ামীলীগের সঙ্গেই আছি, থাকবো, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও কাজ করে যাবো।
সোমবার নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ওয়ান্ডার পার্কে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
কর্মী সভায় উপজেলা, পৌরসভা ও ২৪টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থর সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইউনুছ আলী ভূইয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফজলুর রহমান, শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ লাকী, রায়পুরা পৌরসভার মেয়র আলহাজ জামাল মোল্লা, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভুইয়া মাসুদ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল প্রমুখ ৷