স্টাফ রিপোর্টার:
দেবিদ্বার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম শামীম এর নৌকা মার্কার সমর্থনে (০৯ জুলাই) রবিবার বিকেলে দেবিদ্বার পৌরসভার ৫নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের নেতৃত্বে গণসংযোগ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে মো. লিটন সরকার বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং এই দেবিদ্বার পৌরসভাকে একটি উন্নত, স্মার্ট, সমৃদ্ধ মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে আগামী ২৭ তারিখ প্রভাষক সাইফুল ইসলাম শামীম কে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মাষ্টার, নৌকা মার্কার মনোনীত প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম, যুবলীগ নেতা আমির হোসেন আমু, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক যাদব রায়, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক দারুস সালাম শুভ, অর্থ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি, সদস্য মাহফুজ আহমেদ দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ রুবেল, মেজবাহ উদ্দীন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস মান্নান মোল্লা ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মিলা ১৫ নং বরকামতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম যুগ্ম-আহ্বায়ক অসীম পাল(মেম্বার), সাবেক জেলা ছাত্রলীগের সদস্য একলাছ সরকারসহ কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।