দেশকে বাঁচাতে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা মাঠে নেমেছি – ইঞ্জিনিয়ার আশরাফ
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি এখন কেবল আন্দোলনের জন্য আন্দোলন করছে না; বরং দেশের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে- এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
তিনি বলেন, “বিএনপি এখন শুধু আন্দোলনের দল নয়, রাষ্ট্র পুনর্গঠনের দল। দেশকে বাঁচাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আমরা মাঠে নেমেছি। এই সংগ্রাম কোনো ব্যক্তির জন্য নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল তিনটায় নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, “বিএনপি নেতৃত্ব এখন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে। ত্যাগী, যোগ্য ও জনপ্রিয় নেতারাই ধানের শীষের মনোনয়ন পাবেন। রায়পুরার পরবর্তী এমপি হবেন এমন একজন ব্যক্তি, যিনি শুধু রায়পুরাকেই নয়, সারা বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করবেন।”
তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে নিজেদের ভেতর ঐক্য আনতে হবে। জনগণের পাশে থাকতে হবে- সুখে-দুঃখে, আন্দোলনে, নির্বাচনে, সর্বত্র।”
মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল বাছেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহম্মেদ চৌধূরী মানিক, সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন আমজাদ, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠন পুনর্গঠন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বক্তব্যে কর্মশালার নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার ঘটে।







