হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
দেশে খ্যাতি পেরিয়ে এখন আন্তর্জাতিক খ্যাতিতে কটিয়াদীর ম্যাজিশিয়ান ইকবাল পাশা। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ভাংনাদী গ্রামের কৃতি সন্তান।
সম্প্রতি তিনিই বাংলাদেশের একমাত্র ম্যাজিশিয়ান হিসেবে সৌদি আরব ম্যাজিক করে ইতিহাস তৈরি করেন। তিনি বাংলাদেশের ম্যাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর এক আলোচিত নাম ছিলেন ইকবাল পাশা। তিনি একাধিকবার শ্রেষ্ঠ মাজিশিয়ান হয়েছেন। তিনি বক্সিং খেলাতে একাধিক স্বর্ণপদক জয়ি হয়েছেন। তিনি হকি খেলাতেও স্বর্ণপদক জয় করেছেন। বেগম রোকিয়া গোল্ড অ্যাওয়ার্ড সহ নানা পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি তিনি দেশ পেরিয়ে বিদেশে তথা সৌদীআরবে প্রায় হাজার মানুষের হৃদয় কেরে ২৫/১০/২৪ সম্মাননা পদক অর্জন করেন।
তিনি ছোট বেলা থেকেই নতুন কিছু করতে পছন্দ করতেন, স্কুল জীবনে তাকে খেলার মাঠে মশাল নিয়ে দৌড়াতে দেখা যেতো। আজকের এই প্রাপ্তি কিশোরগঞ্জ নয়, সারা বাংলাদেশের প্রাপ্তি। তাকে নিয়ে গর্বিত কিশোরগঞ্জবাসীসহ পুরো বাংলাদেশ।