খালিদ হাসান রিংকু, কুস্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে দৌলতপুর উপজেলা পরিষদের মধ্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
বিজয় দিবস উপলক্ষে শনিবারবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ বীরযোদ্ধাদের প্রতি এবং বঙ্গবন্ধুর মুর্যাযলে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন ও কুজকাওয়াজ এবং খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও ইউএনও মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, এসিল্যান্ড মো. শাহিদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ।
সকাল ৮ টার সময় উপজেলা পরিষদের প্যারেড মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। ১১ টার কিছু পরে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। সকল মসজিদ ও মন্দিরে জাতীয় সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।