খালিদ হাসান রিংকু, কুষ্টিয়া:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দৌলতপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে দলীয় নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ এমপি।
এরপর পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ টিপু নেওয়াজ,বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছাদিকুজ্জামান খান সুমন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য তারিক আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মায়াবী রোমান্স মল্লিক, মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রকিবুল করিম রিংকু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।