নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনভর গণযোগ চালিয়ে যাচ্ছেন নরসিংদী-৫ রায়পুরা আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকার।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য।
রিয়াদ আহমেদ সরকার সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং অসহায় অস্বচ্ছল মানুষগুলোর দিকে বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার হাটুভাঙ্গা, রেলগেইট, পুলেরঘাট বাজার, চরসুবুদ্ধি বাজার, হাইরমারা মোড়সহ বিভিন্ন এলাকায় সকল শ্রেণীপেশার মানুষের সাথে কোশল বিনিময় করেন এবং আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।
এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন।