নরসিংদী প্রতিনিধি:
চাল, ডাল, তেলসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, গুম, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে নরসিংদী জেলা ঐক্য ন্যাপ।
আজ শনিবার সকালে নরসিংদী সদর রোড প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ঐক্য ন্যাপের সহসভাপতি কালীপদ দাস এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা।
এসময় আরো বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা শাখার সভাপতি বাবু নিবারন রায়, সদর উপজেলা শাখার সভাপতি সুপদ সাহা, নরসিংদী শহর শাখার সাধারণ সম্পাদক জব্বার মিয়া, ঐক্য ন্যাপ নেতা শহিদুল্লাহ খন্দকার, চিত্তরঞ্জন সাহা, খগেন্দ্র রায়, সুভাষ দত্ত, নাসির উদ্দিন, ফজলুল হক, হৃদয় দাস ও আশুতোষ দাস সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা নরসিংদী সহ দেশব্যাপী চাল, ডাল ও তেলসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ আজ অতিষ্ট হয়ে পড়েছে। দেশে ঘুষখোর, চোরাচালান, মজুদদারদের বিরোদ্ধে জোড়দার অভিযান পরিচালনা করার জন্য সরকারের প্রতি জোড় আহবান জানান।
Leave a Reply