নরসিংদী প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখা কর্তৃক প্রায় দুই শতাধিক এতিমখানার শিশু ও পথচারীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমে অংশগ্রহণ করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট শাখার কমিটির সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার বিশিষ্ট সমাজসেবক মোঃ সুমন, বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবক সজীব আহমেদ এবং নিঃস্বার্থ সংগঠন এর উপদেষ্টা এনামুল হক মনির।
এ নিয়ে সংগঠনের সভাপতি মোছা. জান্নাতী বেগম বলেন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখা বিভিন্ন ধরনের সেবা এবং দক্ষতামূলক কাজ করে আসছি। তারই ধারাবাহিতায় আমাদের এ আয়োজন ছিলো। আশা করি আমরা আমাদের এ কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখতে পারবো।
প্রোগামের আয়োজক তাওহীদ আফ্রিদি বলেন, সারাদিন রোজা রেখে মা ছেলে মিলে সবকিছু আয়োজন ব্যবস্থাপনা করেও কোনো ক্লান্তি আসেনি। কারণ আমাদের একটু পরিশ্রমে রোজার ইফতার আহার করতে পারবে অসংখ্য মানুষ। এ ধরনের সমাজসেবামূলক কাজ করে প্রশান্তি পাওয়া যায়।