শনিবার, ২১ জুন ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

নওগাঁয় আত্রাইয়েওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি শুরু

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: / ২৪০ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সাথে নওগাঁ জেলায় আত্রাই উপজেলায় ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচী শুরু হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ৯ টায় উপজেলার সদর বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম, খাদ্য মন্ত্র্রনালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওসিএলএসডিরিয়াজুল হক সহ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং ওএমএ ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান জানিয়েছেন আত্রাই উপজেলার আটটি ইউনিয়নের দুইটি পয়েন্টে দুই জন ডিলারের মাধ্যমে প্রতিদিন দুই মেট্রিকটন চাল প্রতিজনকে পাঁচ কেজি করে ত্রিশ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে।

ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচী উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ পরির্দশণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category