মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি:
“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” শ্লোগানে শেরপুরের নকলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যা লিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন।
বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেহেদী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইসহাক আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক সরকার, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন প্রমুখ।
বক্তারা তৃনমূল পর্যায়ের সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তাবায়নসহ স্ব-স্ব বিভাগের সেবা মূলক কাজ তরান্বিত করার গুরুত্বারোপ করেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।