নরসিংদী প্রতিনিধি:
জাতীয় পরিবেশবাদী সংগঠন "নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন" এর নরসিংদী জেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এ কমিটির অনুমোদন দেন।
এর আগে নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন এর নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদনের সুপারিশ করেন কেন্দ্রীয় মহাসচিব রবিউল ইসলাম সোহেল।
কেন্দ্রীয় মহাসচিবের সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে 'মো. নেওয়াজ আলী ভূঁইয়াকে ও মো. জসিম উদ্দিন সরকারকে সাধারণ সম্পদক করে এ কমিটি অনুমোদন দেন। নরসিংদী জেলা শাখার নতুন এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ডা. মো. মহিউদ্দিন রাশেদকে।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে ইঞ্জি মো: এনামুল হককে। ১৫ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা শাখার এই কমিটির ৪ জনের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে তারা চারজনের সমন্বক কমিটির অন্যান্য পদে সদস্যদের নাম সহকারে আগামী সাতদিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী ডা.মো. মহিউদ্দিন রাশেদ।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: alokitokhobor@gmaik.com