বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

নরসিংদীতে কেন্দ্রীয় আ.লীগনেতা অ্যাড. কাওছারের ঈদ উপহার বিতরণ

ফাহিম আহমেদ খান / ৭৬ Time View
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার, নরসিংদী :

নরসিংদীর রায়পুরায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ইদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গি বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার।

বুধবার (১৯এপ্রিল) সকালে উপজেলার ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে আ.লীগনেতা রিয়াজুল কবির কাওছার এর ব্যক্তিগত অর্থায়নে প্রায় ২৪’শত সুবিধা ভোগীজনের মাঝে ইদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আফজাল হোসাইন এর সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইমান উদ্দিন ভুঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট কবি ও ছড়াকার মহসিন খোন্দকার, যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম করিম, সদস্য খাইরুল আলম, হাইরমারা ইউপি চেয়ারম্যান ডাঃ মো. কবির হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরিডবির চেয়ারম্যান হারুনুর রশীদ, সাবেক বিআরডি চেয়ারম্যান এমএ রব, ওবায়দুল হক বাবুল, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. এনায়েত উল্লাহ ভুইয়া, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদ হোসেন, সহ-সভাপতি ডা. মো. ফরিদ মিয়া, রায়পুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দুলাল ভান্ডারী, বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, হাইরমারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম সুমন মুন্সি, ছাত্রনেতা মো. রাজিব ও রাজনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল