নরসিংদী প্রতিনিধি:
২৯ জুলাই ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে পদ বঞ্চিত নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দীন ভূইয়ার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার নরসিংদী সরকারী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে সদর উপজেলা মডেল মসজিদে এসে সমাপ্তি হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দীন ভূইয়া, ছাত্রনেতা মাইদুল মেহাল, ফাতিন আলম নাফি, তাত বোর্ড ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম অপু, ফাহিম ভূইয়া রাজ অভি, শেখ সাফিয়ান জাবের,রিয়াদ, সামির, ফাহিম,আরিফুল, কাবুল শাহ, ইকবাল, শান্ত , মাসুম ও রায়হান প্রমূখ।
বক্তারা বলেন,বর্তমান সময়ে তারেক রহমানের নির্দেশে সকল কর্মসূচি আমরা পালন করছি। তত্বাবধায়ক সরকারের দাবী আদায়ে জেলা ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে।
উল্লেখ্য ছাত্রদলের কমিটি নঃয়ে দ্বন্দে পদ বঞ্চিত দুই ছাত্রদল নেতা হত্যার পর জেলা বিএনপির প্লাটফর্ম ছেড়ে পদ বঞ্চিত ছাত্রনেতারা আলাদা এ প্রতিবাদ সমাবেশ করেছে।
অপরদিকে জেলা বিএনপির আহবায়ক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নেতৃত্বাধীন অপর গ্রুপ মাধবদীতে প্রতিবাদ সমেবশ করেছে।