নরসিংদীতে ছিনতাই্কৃত টাকা ভাগ করার সময় আটক ৩
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদীর পাঁচদোনায় পুলিশের পোষাক পড়ে সবজি বিত্রেকার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, আজ বুধবার ভোর প্রায় সারে ৫টার দিকে এক সবজি বিক্রেতা ইজিবাইক দিয়ে বাজারে যাওয়ার পথে পাঁচদোনা-ডাংগা সড়কের টাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মধ্যে পাঁচদোনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষক ইজিবাইক দিয়ে বাজারে যাওয়ার পথে সিএনজি দিয়ে গায়ে পুলিশ লেখা রিফলেক্টিং ভেস্ট পিরিহিত ৫ ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কবজি বিক্রতার ইজিবাইক থামিয়ে সাথে থাকা ১৯হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। অপরদিকে সবজি বিক্রেতা পেছন থেকে ধাওয়া করে একই ইউনিয়নের চাকশাল এলাকায় টাকা ভাগ বাটোয়ারা করার সময় জনতাকে সাথে নিয়ে তাদের মধ্যে ৩জনকে আটক করে ফেলে। সাথে থাকা বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে বেলা ৯টার দিকে মাধবদী থানা পুলিশকে খবর দেয়া হলে এস আই মিজানুর রহমান তাদের পুলিশ হেফাজতে নিয়ে যায়।
আটককৃতরা হলো, আরিফুল ইসলাম (৩৩), আলমগীর হোসেন (৩২) ও মো: শামীম (৩৬)।
স্থানীয়রা আটককৃতদের ৩টি চাকু, দুটি পুলিশের রিফলেক্টিং ভেস্ট, দুটি মোবাইল ফোন ও এক হাজার ২০০ টাকা এবং একটি সিএনজিসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঘটনার বিষয়ে জানতে থানা পুলিশ ও জেলা পুলিশের কর্ ব্যবক্তিদের মোবাইলে কল দিলেও কেউ মোবাইল রিসিপ্ট করেননি। গোপন একটি সূত্রে জানা গেছে আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।







