নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামীসহ ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ও ৫৮ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২ টায় শিবপুর থানার কারারচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র ও ১টি ট্রাকসহ ৫ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে আগেও ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
অপরদিকে শিবপুর থানার সাধারচর এলাকায় গত ২৪ জুন একটি বাড়ি হতে নগদ টাকা স্বর্নালংকার ও মোবাইল ডাকাতির ঘটনা ঘটে। পরে গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত কয়েকদিনে জড়িত ৬ আসামীকে লুণ্ঠিত ১টি মোবাইলসহ গ্রেপ্তার করে। এই ঘটনায় ডাকাতদের মধ্যে দুইজন ডাকাত বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রধান করে।
এছাড়া মঙ্গলবার রাতে সদর থানার কাউরিয়াপাড়া, ভেলানগর মাইক্রোস্ট্যান্ড এলাকা ও শিবপুর থানার ইটাখোলা মোড় অভিযান চালিয়ে ১টি প্রাইভেটকারসহ মোট ৫৮ কেজি গাঁজা জব্দ ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া মোট ১৫ জনের বিরুদ্ধে আগেও দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।