আবুল কাশেম, নরসিংদী:
নরসিংদীর পৌর শিশু পার্ক মাঠে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালনায় প্রতি মাসের ন্যায় এই মাসেও এক বেলা রান্না করা খাবার খাওয়ালো মেহমান খানা।
শনিবার (২২জুলাই)দুপুর ১টায় অসহায়, গরীব, পথচারীসহ প্রায় ৭০০ জনকে এক বেলা খাবার খাইয়েছে সেচ্ছাসেবী সংগঠনটি। প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আয়োজনের ৬ষ্ঠ ইভেন্টে বিপুল সংখ্যক মানুষকে রান্নাকরা খাবার খাওয়ানো হয়।
পর্যায়ক্রমে নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় মেহমান খানার কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ।
আজকের মেহমান খানার উদ্বোধন করেন উক্ত সংগঠনের আহ্বায়ক স্পেন প্রবাসি তামিম আবু বকর।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল পারভেজ, দাতা সদস্য মনিরুল ইসলাম, মেহমান খানা পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ রাসেল মাহমুদ,সদস্য সচিব মশিউর রহমান জাবেদ, হাবিব ভূঁইয়া, সোহাগ ভূঁইয়া সহ নরসিংদী জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।