রিয়া পাল তিথী, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীর একটি বিল থেকে বস্তা ভর্তি অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ঈদগাহ মাঠের সংলগ্ন বিল থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিলে প্লাস্টিকের বস্তায় ভর্তি মানুষের কঙ্কাল দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল গুলো উদ্ধার করে।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, উদ্ধারকৃত কঙ্কালের হাত পা মাথা বিচ্ছিন্ন। এটি নারী না পুরুষের কঙ্কাল তা বলা যাচ্ছে না এছাড়াও কঙ্কালের অংশগুলো জোড়া দেওয়া। তবে ধারণা করা হচ্ছে, মেডিক্যাল ছাত্রদের ব্যবহৃত কঙ্কাল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।