বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

নরসিংদীতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত

Reporter Name / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

নরসিংদী প্রতিনিধি:

শিশুদের সাতাঁর শিখনে উৎসাহিত করতে নরসিংদীতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এক বর্ণাঢ্য র্যা লি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে সকালে জেলা প্রশাসক কোর্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের হয়ে সার্কিট হাউজ গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপ:) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান খান সজিব সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় সাঁতার জানার প্রয়োজনীয়তা, পানিতে ডুবার কারণ ও ডুবে গেলে করণীয় বিষয়ক সচেতনতামূলক প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু কাউছার সুমন।

সবশেষে সাঁতার বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল